ও প্রিয়া,
রাতের বুকে চাদেঁর ঠিকানা
আমার বুকে তোমার ঠিকানা
চাদেঁর আলোয় আলোকিত রাত
তোমায় পেয়ে ধন্য জীবন
তুমি আমার প্রথম প্রমে
তুমি আমার শেষ ভালোবাসা।।
দিন রাত যাকে ভাবি স্বপনে
সেতো তুমি ছাড়া আর কেহ নয়
মনের মাঝে যাঁর ছবি বাধা
সেতো তুমি ছাড়া অন্য কেউ নয়
সুরের তালে যাকে যাকে বাধি জীবনে
সেতো তুমি ছাড়া আর কেউ নয়।।
0 comments:
Post a Comment