তুমি নও কোনো শিল্পীর
আঁকা ছবি
না তুমি নও কোনো কবির
চিন্তা কবিতা
তুমি আমার
আমারই ভালোবাসা
তুমি আমার
আমারই প্রেম।।
তুমি নও কোনো ফুলের নিরবতা
না তুমি নও চাদেঁর জোছনা
তুমি আমর ভালোবাসার রঙীন আলপনা।।
তুমি নও কোনো থেমে যাওয়া ঝরণা
না তুমি নও কোনো হারানো স্মৃতি
তুমি আমার বুকের মাঝে সবুজ ভালোবাসা।।
0 comments:
Post a Comment