ঘুম

সেই কত শতাব্দী আগে
একবার চোখ মেলে তাকিয়েছিলে
তারপর ধীরে ধীরে চোখ বুজে
ঘুমালে..............
আজও ওঠনি
করে ভাঙবে তোমার ঘুম?

তোমার ক্ষেত জমিতে
অন্যে এসে চষায়
তবু তুমি এখনো ঘুমাও!
জেগে_ _ একবার তোমার স্বর ছাঁড়ো
দেখবে কোথায় পালাবে চোরারা
কি! এখনো ঘুমাও?

গনসুর হাকিছে
দৈন পাঁচবার
তোমার কর্ণে কি তা ইন্দ্র জাগায় না
তুমি কেন কুঁড়ে ঘরে দিচ্ছ শ্রম
কবে খুলবে তোমার চোখ
করে ভাঙবে তোমার ঘুম?

0 comments:

Post a Comment