জানবে না কেউ-ফজলে রেজওয়ান করিম

অন্ধকারের অমানিশায়
যে কাল পড়েছে ঢাকা
বিবর্তনের লীলাখেলায়
জেনেছে কি কেউ
কি ক্ষত আছে ঐ কালের বুকে;
পাথরের অট্টালিকার নিচে
যে মৃত্তিকা পড়েছে চাপা
জেনেছে কি কেউ
কতটা লাশের শোকে,
কতটা রক্তে, কতটা ঘামে
ভিজে সে সিক্ত।


দুটি অচেনা আত্মার মিলনের বাসর
দেখিছে সবাই আজ
জানে কি কেউ
হয়ত তাদের হারানোর ব্যাথা
কাঁদিছে গুঁমড়ে গুঁমড়ে
লোক চক্ষুর অন্তরালে;
হৃদয়ের যে অতীত ক্ষত
রূপালী ঐ মুখ
বুকের কার্নিশে দেয় দেখা
সবার আড়ালে।
কেটে যাবে হয়তবা
এভাবেই ইহকাল-পরকাল
জানবে না কেউ

0 comments:

Post a Comment