বৃষ্টি

অনেকবার ছেয়েছি ভিজতে বৃষ্টিই
জানালা খুলে গিয়েছি
ভেজা গাছের ডালে
বন্ধ দরজার ছিলনা চাবি,
পাইনি তাই তাঁর স্পর্শ
একেছি শুধুই ছবি
লিখেছি শুধুই গিতী
অছোয়া অনুভূতির আবেশে।

0 comments:

Post a Comment