দূরে ঐ কাশবন ছুয়ে ছুয়ে হৃদয় দোলায়
সবুজ ঘাসের পরে শিশির যেথা করে ঝিকিমিকি,
নদীর ঢেউয়ের তালে সুর যেথা করে খেলা
মায়া ভরা জোছনায় আবেগ ঝরে যখন আকাশ থেকে,
মন যে হারায় তখন
নিজেকে বাধি তখন
আমারই আপন ভূমে
বাংলাদেশ আমার বাংলাদেশ।।
পদ্মার নীল পানি আর ঐ নীল আকাশ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে ভাটিয়ালী,
সরল গ্রাম আর সবুজ মাঠ
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।
রাখালী বাঁশীর সুর আর ক্লান্ত দেহ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে কোন গ্রাম্য সুর,
সোনালী আলো আর রূপালী আলো
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।
0 comments:
Post a Comment