বাংলাদেশ আমার আঁধারের র্শবরী পেরিয়ে
উঠা নতুন সবিতা
বাংলাদেশ আমার শিকারীর ফাঁদ ছিঁড়ে
বেরিয়ে আসা ভীরু পায়রা,
বাংলাদেশ আমার মায়ের আঁচলে
জরানো মায়া কানন
বাংলাদেশ আমার কুয়াশার চাদরে
জরানো জীর্ন জমিন,
বাংলাদেশ আমার কৃষকের কাঁচির ধারে
অর্জিত সোনালী ফসল।
বাংলাদেশ আমার কোকিলের সুরে
সুরোলিত সুরশ্রী
বাংলাদেশ আমার রক্ত গোলাপে রঞ্জিত
র্স্বগীয় ধরিত্রী
বাংলাদেশ আমার নকশীকাঁথায়
জরানো নানা রঙের স্বপ্ন।
বাংলাদেশ আমার সলিলীত স্রোতস্বতী
পদ্মা, মেঘনা আর যমুনা
বাংলাদেশ আমার প্রতিবাদ আর অধিকার
আদায়ের নিত্য শ্লোগান মিছিল,
বাংলাদেশ আমার অভিমান আর ভালোবাসায়
লেথা নিত্য নতুন গীতিকবিতা
বাংলাদেশ আমার স্বপ্ন আর অনাস্বপ্নে
বাঁধা নিত্য বাসনা,
বাংলাদেশ আমার পাওয়া না পাওয়ার জীবনে
বেঁচে থাকার অবিরাম প্রেরনা।।
0 comments:
Post a Comment