আজ অনেক দিন
সূর্য দেখিনা
এমন কি চাঁদ;
কি অমাবশ্যা কি পূণিমা
সবই এক।
আলো আসে আলো যায়
কালো আসে কালো যায়
কখন্ আসে সূর্যি মামা
কখন্ সে যায়
কখন্ আসে চাঁদের বুড়ী
কখন্ বা যায়।
আমি শুধু থাকি প্রতীক্ষায়
চোখ ছোট করে
কবে তাকাবো সূর্যের দিকে!
আমি শুধু থাকি প্রত্যাশায়
চোখ মেলে ধরে
কবে তকাবো চাঁদের পানে।।
জানিনা কি আছে সে গোলাকারে
যাঁরে দেখার লাগি মন এমন উচাটন
অধমের দেহ বন্দি ইট কাঠের ঘরে
আত্মাটা তবু ছটফট করে জ্বালে অনির্বান।
0 comments:
Post a Comment