শহর ছেড়ে দূরে
আমার সবুজ ঘরে
ছোট্ট নদী তীরে
আমি যাই যাই ফিরে।।
মেঘের সাথে ভেসে
জীবনের বেলা শেষে
অস্ত সূর্যের সাথে
আমি যাই যাই মিশে।।
ক্ষুদ্র এ প্রানের অসীমে যাত্রা
পাবে কি কিনারা তোমার আরশে,
দূরাশার আধারে খুজি আশার আলো
যদি কোন প্রাপ্তি জীবনে আসে;
আমি তাই রয়েছি অপেক্ষায়।।
0 comments:
Post a Comment