জমেছে শেওলা দেওয়ালে দেওয়ালে
হয়েছে পুরোনো সময়ের কারনে
ইতিহাস ভুলেছে নিজের ঠিকানা
তাইতো নষ্ট করছি আমরা আমাদের ৫২ – ৭১ ।।
একাত্তরের ইতিহাসের হয়নি ইতি
প্রতিদিন তা নতুন করে করছে বৃতি
তাই চলছে দেশ অনিয়মের নিয়মে
বিকৃত ইতিহাস সত্য সুন্দর ।।
শাষক ভূলেছে প্রজার অধিকার
প্রজা ভুলেছে নিজেদের আধিয়ার
সমাজের রন্ধ্রে দূর্নীতির কালো হাত
কে করবে বন্ধ বল এই অপরাধ ।।
0 comments:
Post a Comment