তুমি যতই আড়ালে রাখো আমাকে
যত দৃশ্যত আর অর্দশ্যত পর্দার আড়ালে
লুকাও না নিজেকে
আমি ভিসুভিয়াসের অগ্নি হয়ে
করবো তার সর্বনাশ।
তুমি যতই দূরে রাখো আমাকে
আমি মেঘ হয়ে রইব
তোমার বাড়ীর আকাশে,
তুমি যতই দূরে রাখো আমাকে
তোমার চলার পথের ধূলো হয়ে
মিশব তোমার চরণে।
তুমি যতই ভূলে থাকতে চাও আমাকে
আমি সাইকেলের বেল হয়ে
সাইরেন বাজাবো অনবরত,
তুমি যতই ভূলে থাকতে চাও আমাকে
আমি বেসুরো গান হয়ে
বলব তোমায় ভালোবাসি।।
তুমি যতই মুছে ফেলো স্মৃতির কাজল
আমি ঘাম হয়ে রইব তোমার দেহে
0 comments:
Post a Comment