প্রিয়তী, কেন তোমায় খুজে ফিরি
অন্তরে অন্তরে,
তুমিহীনা যে সবই খাখা
বিরহী কাতরে।
চৈত্রের শেষে পাকা ধান
আর মৃত্তিকার সোদা গন্ধ,
কিছুতেই যে জুরায়না মন
তুমি রইলেই যেন চিত্ত স্নিগ্ধ।
খোদা, তুমি এ কোন টান
করেছ দান প্রাণীরে
পিয় পিয় করে পাগল,
মেঘের সাথে মেঘের মিলন
ধরায় বারিষ ঝরে
উবর কাননে তাই ফোটে ফুল
বুঝি সার্থক ক্ষুদ্র জনম।
0 comments:
Post a Comment