তুমিতো দিয়েছ ঠিকই
জগত ভরা আলো – বাতাস
শস্য জল আর দাড়ানোর মাটি,
তুমিতো দিয়েছ ঠিকই
পূর্ন করেছ মোদের
বাবা-মা আর বন্ধু স্বজনের ডোরে।।
আমরাই তো করছি নষ্ট তোমার দান,
আমরাই তো করছি নষ্ট তোমার সবুজ
অট্টালিকা আর কারখানার জাতাকলে
করছি নষ্ট বায়ু, জল আর বরফ।
আমরাই তো করছি নষ্ট আমাদের
জগত করেছি বিভাজিত_
সাদা কালো আর ছোট বড়ই,
ভূমিতে গড়েছি আধিপত্য মালিকানার।
আমার বাগানের ফল পচে নষ্ট হয়
আর পথের ভিখারী না খেয়ে মরে,
অস্ট্রেলিয়ানরা চাল জলে ফেলে
আর আফ্রিকানরা না খেয়ে মরে।
ইউ.এন.ও আর ডাব্লিউ. এফ. পি সহ
শত দাতব্য সংস্থা আজ
পূর্নতার প্রয়াস খুজছে।
অপূর্নতায় দারিয়ে।।
0 comments:
Post a Comment