স্বাধীনতা ও প্রশ্ন -ফজলে রেজওয়ান করিম

মাগো তোমার জন্য
বস্তির ছেলেগুলো অস্ত্র ধরেছিল
মাগো তোমার জন্য
কৃষক-তাঁতী আর বাওয়ালীরা
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল,
মাগো তোমার জন্য
কত ফুল কলিতেই ঝরেছিল
মাগো তোমার জন্য
শত ছাত্র আর আমজনতারা
মিছিলে রাজপথ রাঙিয়েছিল।।


মাগো তোমারই ছায়াতলে
কেন এত বিভেদ মানুষে মানুষে
মাগো তোমারই ছায়াতলে
সৃষ্টি আর অনাসৃষ্টি এখনো কেন চলে,
মাগো তোমারই ছায়াতলে
সুখ আর দুঃখ কেন রয়েছে দুইভাগে।


********      *********
তোমার জন্য লড়াকু সেই
তরুন যুবকটি আজ আর
স্বপ্ন দেখে না;
স্বপ্নের বাগানে ফুটন্ত ফুলগুলোয়
বাসা বেঁধেছে অজস্র কীট
অপূর্ন বাসনায় তবে কি রইবে আজীবন।।

0 comments:

Post a Comment