অহর্নিশ ভালোবেসে একজন

আমি তোমাকে বলিনি
আকাশের চাঁদ এনে দেবো,
কিংবা তোমার জন্য মরতে পারি;

কিন্তু আমিতো করে দেখিয়েছি
তুমি যখন যা বলেছ তাই করেছি, তাই দিয়েছি
তবু তুমি বুঝলে না।
শুধু যে বলল, তার কথাই বিশ্বাস করে নিলে
একবারো পরখ না করে।
আর আমার কত পরীক্ষা নিয়েছ
মনে আছে?

তখন বলেছিলে প্রতিদান দেবে
কিন্তু আজ বলো_ _
আমি কিছুই করিনি
হা হা হা!!!!

আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে
তুমি যদি আমার মাঝে সুখ খুঁজে না পাও
যাও তার কাছে।

জানি না আবার কিসের শংকায়
ফিরে আসতে চাও
এতই যদি তাকে ভালো লাগে
তবে কেনো আবার এ রকম কথা বল?
জীবনান্দও ফিরতে চেয়েছিলো এই বাংলায়
পারে নি।
তুমি কি পারবে?
বাস্তবতা কি এতই সহজ?

কবিতা আর বাস্তবতার মধ্যে
মনে হয় এটাই ফারাক
তুমি হাওয়া হয়ে লাগতে পারো আমার গায়ে
ইচ্ছে হলেই তোমার হাতের আংটি, চুরী, লোম হওয়া যায়
কিন্তু বাস্তবতায় অনেক অনেক দূরে।

0 comments:

Post a Comment