আফসোসের লু হাওয়া

তারপর,
মরুভূমির বুকে
বৃষ্টি নামল
তুমি ভোরের শিশিরের বিন্দুর মত
এলে আমার লাল গোলাপের বাগিচায়
আমি পরম মমতায় একের পর এক
বাগানের সব গোলাপ নিয়ে দিলাম
তোমায়।

যখন যেটা চেয়েছো
কখনো কলি, কখনো প্রষ্ফুটিত
আবার কখনো পাপড়ি বা সুগন্ধী মালা।

এরপর,
তুমি চাইলে কালো গোলাপ
আমি খুঁজতে থাকলাম চারা
কিন্তু তোমার তাড়া
আর আমার
সময়ের হাতছানি।

একটু অপেক্ষা করতে হবে
সামনের শীত পর্যন্ত;
কিন্তু না, তোমার সময় নেই
দাঁড়াতে পারবে না।

ঠিক আছে, আমি বাঁধা দেব না
তবে সময় হলে একটু বস।
আমার যা ছিল সবইতো দিয়েছি
যা চেয়েছো বা যা চাওনি (সাধ্যের ভিতর)।
তবু কেনো তুমি বোঝনা।

বুঝি, অপেক্ষার প্রহর শুধু
আমার জন্যই
উফ!

0 comments:

Post a Comment