তবু তুমি

রাতের হিম শিশিরগুলো আচড়ে পড়ছে আমার জানালার গ্লাসে/
অস্পষ্ট স্বপ্নের ক্রমশ আন্দোলনে ভাঙা ঘুমে তখনো বিভোর তোমাতে/
শুক্লাকাশে যেন দেখা দেয় কার আভা/
তোমার কাছে আসা আবার দূরে যাওয়া /
আমার ভুল তোমার মান /
আমার ক্ষোভ তোমার ভুল/
কাছে আসি দূরে যাই/
দূরে যাও কাছে আসো/
এভাবে আর কতকাল/
তুমি থাকো না আমার শরীরের লোম হয়ে আজীবন/
না হয় আমার নখ হয়ে অথবা আমার চোখের পাতা।
যে কাছে আসায় থাকবে না কোন অভিযোগ/
জাগবে না কোনদিন অভিমান/
শুধু থাকবে ভালোবাসা।

ঊষার অস্ফুট আলোয়
গাছে গাছে যখন পাখির ডাক
মন যখন উড়তে পাখা মেলে
কিন্তু কি যেন ভর করে দেহটার উপর
আমি হয়ে যায় শক্তিহীন।
ভাবি, তোমার

0 comments:

Post a Comment