স্মৃতিগুলো পোড়ায় আমায়
কেঁদে যায় এই মন নিরবতায়
তুমি তা শোননা জানি
ঘোর নিশায় ছেয়ে গেছে
মনের এই ছোট্ট ঘর
তুমি তা জানোনা জানি
অচেনা করলে তুমি চেনা এই আমায়
বেলকনির স্মৃতি ভুলেছে আজ তোমার আকাশ
তাহলে বল জানবে কি করে এই মনের খবর।।
ক্যাসিয়া ট্রিটা হারিয়েছে দৃষ্টিসীমা
তবুও কি তুমি চাও কখনো আনমনে
সেই পানে / জানি উত্তর দেবে না,
মনের গ্রহে আজ দন্দ তোমার
পারলে কি সুখী হতে ভুলে আমায়
জানি উত্তর দেবে না।।
সূ্র্যটা এখনো সেই পথে ঘোরে
বিকেলের ছায়াটাও তেমন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনো পড়ে
শুধু হাসো না তুমি আগের মতন
অভিলাষের দেওয়ালে তোমার জমেছে শেওলা
জানি তবু ফিরে আসবে না।।
0 comments:
Post a Comment