রাতের মাঝে দেখছ তুমি চাদের লুকোচুরী
ফুলের মাঝে দেখেছ তুমি স্নিগ্ধ প্রিয়তা
দেখেছ কি তুমি কখনো আমার হৃদয়ের ব্যকুলতা
ভেবেছ কি তুমি কখনো তোমায় ভাবে কেউ সারাক্ষন ।।
নীল আকাশের মেঘের ভেলায় যখন তুমি
উদাস চোখে রও চেয়ে তখন
তোমার এলো চুলের মাঝে করে যে খেলা আমার আঙ্গুল,
কবিতা যখন ছন্দ তোলে তোমার কন্ঠ দুত্যিতে
তখন আমি গীটারটাতে মেলায় যে তোমার সুর.
তোমার রাগের স্রোত যখন বিলাবলে করে খেলা
তখন আমি উত্তরাঙ্গে মেলায় সুর বিশুদ্ধে
জানতে কি তুমি তা কখনো ?
মেঘের ডানা ছুয়ে যখন বৃষ্টি ঝরে অবিরল
খোলা রিকশায় ভিজে তুমি খোজ কিসের সুখ?
ভালোবাসার স্বপ্নগুলো যখন উড়ে বাতাসে
তখন তুমি চেয়েছ কি উড়তে তার ডানাতে ?
0 comments:
Post a Comment