খড়কুটো

আমি তো জানি আমি খড় কুটো;
আগুনে জলি, ছাউনি হয়ে দেই ছায়া,
বাতাসে উড়ি, নদীতে ভাসি।

যখন তুমি চাও জ্বালাও আগুন
আমি পুড়ে মেটাই খোড়াক।

যখন চাও ছাউনি হয়ে
তোমার ঘরে দেই ছায়া
রোদ-বৃষ্টি-ঝড়ে আমি মরব
তবু তোমায় আগলাবো।

যখন তুমি চাও উড়াও মনের সুখে
আমি বাতাসে নাচি
আর লুটে পড়ি তোমার পায়ের নিচে।

খড়কুটো হয়ে যখন ভেসে যাই
নদ থেকে নদী বা নদী থেকে কুল
তুমি পিপিলিকা'র মত আমায় জড়িয়ে
ওঠো কূলে
তারপর চলে যাও শহরের সবচেয়ে উঁচু অট্টালিকায়
অথবা তোমার বিশাল লিনেপ্যাথিমা সম্রাজ্যে।
তারপরে কি মনে রাখো আমায়?

0 comments:

Post a Comment