ও চাঁদ,
শুনেছি, তোমাতে নাকি হাওয়া নাই;
তাই কি তুমি আমার বুকে এসে
করেছ আমায় হাওয়াহীন;
আজ এখানে স্বপ্ন উড়ে না
নতুন আশা জন্মায় না
কবিতারা অমসৃন।
This work is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
0 comments:
Post a Comment