আকাশের সব নীল
আমি নিয়েছি চুষে,
দেখো, আকাশে আর বেদনা নেই
সাদা মেঘ ফুরফুর করে উড়ছে মনের আনন্দে।
একবার তুমি বলেছিলে
নীল রয়ের শাড়ি পরে যাবে সমুদ্র বিলাসে
ক্যানো বলেছিলে বুঝিনি তখন
হয়ত আমার নীলবর্ণ দিয়েই রাঙাতে।
ওগো, শুভ্র মেঘের পরী;
তুমি থাকো সুখের দেশে
যত দুঃখ-যন্ত্রনা থাক আমার বন্দরে।
তোমার পৃথিবী আজ
মেঘহীন সাদা আকাশের মত স্নিগ্ধ
সেখানে দাড়িয়ে
আমার পৃথিবী দেখে মনে করতে পারো
বিষাক্ত সাপের নীল নদ;
অনুমান যদিও মিছে নয়
তবে যেন এ শুধু তোমারি কারণে।
অবশ্য তুমি কারণগুলো খুজে পাবে না
কিংবা পেলেও প্রকাশ করবে না।
মনে আছে?
বলেছিলে, "ভাত ছিটালে কাকের অভাব হয় না"
কিন্তু আমিতো কখনো ভাতের আশায় কাকা করিনি
শুধু চেয়েছিলাম একটু আদর।
0 comments:
Post a Comment