ভালোবাসা নেই
অবশেষে তুমি
সব স্বপ্ন ভেঙে
বলেছ আমায়
ভালোবাসা নেই
আমার জন্য,
হৃদয়ে জমানো
ব্যাথাগুলো
কেনো করে শুধু
বারে বারে আঘাত;
যেই তুমি নিজ আবেগে
স্মৃষ্টি করেছিলে প্রেম
আজ সেই তুমি
কেনো ভেঙে দিলে?
ভালোবাসি তোমায় আজো
কেনো জানিনা
তুমি কেনো আমাকে শুধু কাঁদাও
বোঝনা তুমি এ হৃদয় ভাঙার
কি যে ব্যাথা।।
0 comments:
Post a Comment