কৈফিয়ত

হয়ত অপেক্ষার প্রহর আর গুনবো না বলেই
একা থাকা
আর কারো হাসি শুনে অবাক হবো না বলেই
একা থাকা
শুধু সেই নুপুরের প্রতিধ্বনি শুনবো বলেই
একা থাকা
ভাবনার পৃথিবীতে নতুন স্বপ্ন দেখবো না বললেই
একা থাকা।


সামাজিক এই সমাজে আমি বড়ই অসামাজিক
তোমার শাষন বরনে হইনি মানুষ
তাই একা থাকা
একা মানে একা নয়
স্মৃতির অবাধ বিচরন
সেই ভাপসা গরম, পাবলিক বাসে ছুটে চলা
মেরিন রেস্তোরায় বিরিয়ানি
তারপর বৃষ্টিতে ভিজে ফেরা।

একা থাকা মানে একা নয়
স্মৃতিদের নিরন্তর খেলা
ইস্পাত আর পাথরের নিচে চাপা পরা কলিযুগ
এখনো ফিসফিস কথা কয়
যেখানে অনেক দূরে থেকেও খুব কাছে
হিসেবের খাতায় বেহিসেবি অংক কষবো না বললেই
একা থাকা

0 comments:

Post a Comment