স্নায়বিক চাপ

স্বপ্ন দেখলে কি ভাঙ্গতে হবেই
আমি তো চায় না ভাঙতে
তবু আমার হাতের উপরই
বারংবার হয় টুকরো টুকরো।।

মনে হয় এটাই নিয়ম
স্বপ্ন শুধু আশার জন্ম দেয়
তারপর আবার আঁধার
মোম যেমন আলো ছড়ায়
তারপর গলে অন্ধকার।।

জানি, আমি মশালের মত জ্বলব
নিজে নিজে
আর সেই আলোতে
আলোকিত হবে চারপাশ,
সময় শেষে পড়ে রইব নিথর
দেখবে না কেউ।।

কিউপিডের তীরের মত বিরক্তি
শুধু বিদ্ধতে থাকবে
আর আমি অবাক কাষ্ঠের গুড়ির
মত সহ্য করে যাব।।

অচলার অভিমান
বুকের ভিতর ভিসুভিয়াসের আগ্নেয়গিরির মত জ্বলবে
আর গ্রাস করবে হৃদপিন্ড, পাজর, কলিজা;
সোনালী লাভার বন্যায় আমি ডুবে যাব
আর তুমি সোনালী আলোয় পথ চলবে।

0 comments:

Post a Comment