তুমি আমার নও

তুমি যে আমার নও
সে কথা হারায় যখন,
মনের অজান্তে তোমায় নিয়ে
বেড়ায় কত স্বপ্নরাজ্যে;
চৈতনেরা হঠাত নাড়া দিয়ে বলে
তুমি আমার নও
কিযে ব্যাথায় ভরে তখনি এ বুক
তুমি তা বুঝবে কি করে।।

কি যে মায়াবী স্বপ্ন একেঁছিলে তুমি আমার এ চোখে
ভুলতে পারিনি আজও তার কোনোটুকু
তুমিতো ছিলে সাময়িক কোনো স্বপ্নপরী
বুঝিনি আমি আগে বুঝিনি।

কিযে ব্যাথা দিয়ে তুমি
শূন্য করেছ আমায়
যেন সাগরের বুকে একাকী অসহায় এক নাবিক
মৃত্যুর নেশা যার চোখে
অমৃতের আশা ছেড়েছে সেই কবে।।

0 comments:

Post a Comment