29
Jan

অফেরা সময়

এই পথে প্রতিদিন যাওয়া আসা
ফেরার ব্যকুলতা,

সব ফেলে একদিন
না ফেরার দেশে
আর আসতে পারবো না চেনা এই গেটটায়
চেনা এই বাড়িটা
চেনা ঘরটায়,

ফিরতে চাইলেই কি সব সময় ফেরা যায়।।

0 comments:

Post a Comment